• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

খুলনায় বিএনপির গণসমাবেশ, বাসের পর এবার লঞ্চ ধর্মঘট


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ৪:৩৮ অপরাহ্ন / ৯২
খুলনায় বিএনপির গণসমাবেশ, বাসের পর এবার লঞ্চ ধর্মঘট

মোস্তাইন বীন ইদ্রিস (চঞ্চল),খুলনা: খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুই দিনের বাস ধর্মঘটের মধ্যে এবার ডাকা হলো লঞ্চ ধর্মঘট। শ্রমিকদের বেতন বাড়ানো, ভৈরব থেকে নওয়াপাড়া পর্যন্ত নদী খনন, ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাসসহ ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে যাত্রীবাহী লঞ্চ শ্রমিকরা। বিএনপি নেতারা বলছেন, সমাবেশে আসতে বাধা দিতে বাস ও লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তারা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টা ধর্মঘট শুরু করেছেন। এর ফলে ২টি রুটে ৬টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিএনপির নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের ডাক দেওয়ার পর লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্য ও মিডিয়া সাব কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন বলেন, খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুইদিনের পরিবহন ধর্মঘটের যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘটও সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত।

বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করে, পুলিশকে অসৎভাবে ব্যবহার করে বা ভয় দেখিয়ে জনতার আন্দোলনকে দমন করা যাবে না।

উল্লেখ্য, খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আগামীকাল শনিবার (২২ অক্টোবর) খুলনা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা হিসেবে কর্মসূচি সমন্বয় করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।