• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছার মঠবাটীতে ২৪ প্রহরব্যাপী কেন্দ্রীয় নামযজ্ঞ শুরু: এমপি বাবু’র গেঞ্জি উপহার


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ন / ৭১
খুলনার পাইকগাছার মঠবাটীতে ২৪ প্রহরব্যাপী কেন্দ্রীয় নামযজ্ঞ শুরু: এমপি বাবু’র গেঞ্জি উপহার

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা,খুলনাঃ বিশ্বশান্তি ও সর্বজীবের মঙ্গলার্থে পাইকগাছার মঠবাটি’র শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রঙ্গনে ১১০তম ২৪ প্রহরব্যাপী উপজেলা কেন্দ্রীয় মহা নামযজ্ঞ শুরু হয়েছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ২৯ মার্চ-২৩ বুধবার সন্ধ্যায় শুভ অধিবাস হয। ৩০-৩১ মার্চ ও ১ এপ্রিল বৃহস্পতি,শুক্র ও শনিবার ৩ দিনব্যাপী নাম সংকীর্ত্তন। ২ এপ্রিল ভোরে কুঞ্জভঙ্গ ও রাতে পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানান, এ মহানামযজ্ঞে দেশ বরেণ্য কীর্ত্তনীয়ারা নাম সুধা পরিবেশন করবেন এবং দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার ভক্তদের আগমন ঘটবে।এদিকে খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু কেন্দ্রীয় মহা নামযজ্ঞের সফলতা ও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে স্বেচ্ছাসেবকদের উপহার হিসেবে দুইশত গেঞ্জি উপহার দিয়েছেন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে আয়োজক কমিটির কাছে গেঞ্জিগোলো তুলে দেন অতিথিবৃন্দ। কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটি’র সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,উপজেলা কৃষকলীগের আহবায়ক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী,উপজেলা আ’লীগের সাবেক সদস্য স্নেহেন্দু বিকাশ, উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম।যজ্ঞ কমিটির সম্পাদক সন্তোষ কুমার সরকার,কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার রায়সহ আযোজক কমিটির অব: ব্যাংকার প্রজিৎ রায়,আশোক কুমার ঘোষ,দুলাল দেবনাথ,দীনেশ রায়,চিকিৎসক তপন কুমার রায়, বিকেক ধর, সুভাষ দেবনাথ ও মহিলা আ’লীগ নেত্রী জুলি শেখ,ইউপি সদস্য খুকুমনি,যুবলীগ নেতা আল ইদ্রিস,দীপঙ্কর মন্ডল, ছাত্রলীগের সাবেক নেতা রায়হান পারভেজ রনি, রেজা, নিপু, রোকনুজ্জামান মিথুন, রহিম প্রমুখ।