নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩২১ পূজা মন্ডপে দুর্গা পূজা হওয়ার কথা থাকলেও অন্তত ১০ পূজা মন্ডপে পূজা না হওয়ায় আনসার নিয়োগ বাতিল হয়ে যায়।
এবারের দুর্গা পূজা শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিলো চোখে পড়ার মত। এবারের পূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যানি। সেনাবাহিনী, র্যাব, পুলিশ বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনসার ও ভিডিপি সদস্য। এসময় প্রতিটি পূজা মন্ডপে ৬ থেকে ৭ জন আনসার সদস্য কে ডিউটি করতে দেখা যায়।
এ ব্যাপারে কোটালীপাড়ায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুশান খাঁন জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট হতে প্রাপ্ত ৩২১ টি পূজা মন্ডপের তালিকা অনুযায়ী আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের জন্য প্রদান করলেও পরবর্তীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা তার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সরজমিনে পরিদর্শন পূর্বক অন্তত ১০ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত না হওয়ায় ২৩/০৯/২৫ তারিখে নিয়োগ কৃত আনসার সদস্যদের সিসি বাতিল করা হয়। উল্লেখ্য যে সকল পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়নি সে সকল পূজা মন্ডপে আনসার সদস্য মোতায়েন করা হয়নি বলে ও জানান এই কর্মকর্তা।
প্রশাসনের নিকট তালিকা দেওয়া সত্বেও শেষ মুহূর্তে পূজা অনুষ্ঠিত হয়নি যে সব মন্দিরে যেমন - উপজেলার বাগান উত্তর পাড়া অনিল সেন স্মৃতি সার্বজনীন দুর্গা মন্দির। মুশুড়িয়া গুরুদাস মার্কেট সার্বজনীন দুর্গা মন্দির রামশীল। বৈকুন্ঠপুর খাইটার কান্দি সার্বজনীন দুর্গা মন্দির। নলুয়া ১১৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন দুর্গা মন্দির কলা বাড়ী। কুমুরিয়া দিলিপ বিশ্বাসের বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির। নলুয়া বিশ্ব শান্তি সেবাশ্রম সার্বজনীন দুর্গা মন্দির। মধু বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির শুয়াগ্রাম। রুথিয়ার পাড় রায় বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির কলা বাড়ী। ভূপন বিশ্বাসের বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির কলা বাড়ী। পূর্ব বান্ধা বাড়ী ঠাকুর বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির।