• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় প্রশাসনের অভিযানে ৩০ পিস চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন / ১০৪
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযানে ৩০ পিস চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হকের দিক নির্দেশনায় আজ শনিবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বূরুয়া খাল থেকে গ্রাম পুলিশের অভিযানে ৩০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে এবং পরে সেই অবৈধ চায়না জাল উপজেলা পরিষদের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।