• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

এবার মায়েদের নিয়ে সমাবেশ করলেন চারঘাটের ইউএনও


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২২, ৯:৫৩ অপরাহ্ন / ১৪৫
এবার মায়েদের নিয়ে সমাবেশ করলেন চারঘাটের ইউএনও

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত শত মায়ের উপস্থিতিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে হলিদাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তালুকদার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা আক্তার। উক্ত সমাবেশে বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ এলাকার মায়েরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। তিনি সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।