• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

আগামী সপ্তাহে সচিবদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৭:৪৬ অপরাহ্ন / ৫৭
আগামী সপ্তাহে সচিবদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: খাদ্য ও জ্বালানি সংকট নিয়ে সচিব সভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার এই সভা হবে বলে ধারণা করা হচ্ছে। করোনা মহামারির পর এবারই প্রথম প্রধানমন্ত্রী সশরীরে সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। এর আগে, সবশেষ গত বছরের ১৮ আগস্ট সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি ওই সভায় অংশ নেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সব সচিব উপস্থিত ছিলেন।

সভায় খাদ্য ও জ্বালানি সংকটের বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী সচিবদের দিক-নির্দেশনা দেবেন। ; সরকারি কাজে আর্থিক বিধিবিধান অনুসরণ করা; সরকারি সেবা দিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারবিষয়ক পরিকল্পনা; ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হবে।