• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী প্রচারণায় গনজোয়ার একতারা মার্কা


প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন / ৬০
অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী প্রচারণায় গনজোয়ার একতারা মার্কা

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসনে প্রচারণায় এগিয়ে গনজোয়ারে একতারা মার্কা এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় ব্যাপক গনজোয়ার। এ উপনির্বাচন নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে পর্যবেক্ষন করে জানা যায় যে, ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ভোটের মাঠে গণজোয়ারে আছেন।এ নিয়ে ২৬শে জানুয়ারী পীরগঞ্জ উপজেলার ১নং ভোমারদহ ইউনিয়নের জনগাঁও, তরলা,বিষ্ণুপুর,রাধিকাপুর,২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা, রামদিবপুর, অকাশিল, গরুরা, কোষাডাঙ্গী পাড়া, রাঘবপুর, ৩নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ী, বনবাড়ী, চাঁদপুর, আরাজী উজ্জ্বলকোঠা, কালিয়াগঞ্জ, ঘিডোব, হবিপুর, খনগাঁও, বিশ্বাসপুর,৫নং সৈয়দপুর ইউনিয়নের ডুংডুংগির হাট, কোঠাপাড়া, ঝলঝলী, বসন্তপুর, পোড়াপুকুর,শিবপুর, কালপীর, নিয়ামতপুর, ভাদুয়া, কোষাবিলপাড়া, ইনুয়া, ভুর্বুশীকালী, ভাবনগঞ্জ, ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোড়, মসলন্দপুর, ভেলাতৈড়, পয়েন্ধা, বিশমাইল, নারায়ণপুর, গড়গাঁও, দূর্গাপুর, ৭নং হাজীপুর ইউনিয়নের সাটিয়া, সিংগারোল, ভেবড়া, খটসিংগা, দিহানগর, শাশোহর, ধরোবাড়ী, সিন্দাগড়, গোহালডাঙ্গী, রাতন, লক্ষীপুর, আলশিয়া, কৃষ্টপুর, পটুয়াপাড়া, হাজীপুর, ৯নং সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গোসাঁইপুর, চন্ডীপির, নোহালী, আগ্রাগরিনাবাড়ী, হরসূয়া, বনডাঙ্গা, ফাটারহাট, বেলদহী, বেলসূয়া, ফকিরগঞ্জ, বেলসূয়া, দস্তমপুর, সিন্দর্না, গোদাগারী, বাসন্ডী,১০ নং জাবরহাট ইউনিয়নের মাটিয়ানী, বৃদ্ধিগাঁও, চন্দোরিয়া, গিলাবাড়ী, মালঞ্চ, গোলন্দগা, কলিযুগ,সেত্রাপাড়া,১১নং বৈরচুনা ইউনিয়নের পতিলা বিল, ইন্দ্রইল, দোপাইল, রামনা চান্দোহর, ঝাপেরতৈল এবং রানীশংকৈল উপজেলার ৬নং লেহেম্বা ইউনিয়নের কোচল, লেহেম্বা, বিরাশি, সিংপাড়া, ভবানীপুর, পকম্বা, গোগর, ৫নং বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর, গুয়াগা, বাজেবাক্সা, ভাংবাড়ী, শ্যামপুর, রাঘবপুর, ১ নংরাতোর ইউনিয়নের বাংলাগড়, আরাজী গোপীনাথপুর, বাবুরিয়া, কমুরুয়া, মালিভিটা, প্রয়াগপুর, ধামেরহাট, ভেদালী, নেকমরদ ইউনিয়নেরআলশিয়া গোরকই নেকমরদ নারয়ানপুর, কুমোরগঞ্জ, কননাইট, নন্দোয়ার ইউনিয়নের ঘুঘুডারা, বলিদারা, রামপুর, নন্দুয়ার,৩নং হোসেন গাঁও ইউনিয়নের বারঘরিয়া, কেউটান, উত্তরগাঁও, সিদলী, নাউতনগর এবং পীরগঞ্জ ও রানীশংকৈল পৌরসভা এলাকায় খোঁজ খবর নিয়ে বিভিন্ন জনগণের সাথে আলোচনা সূত্রে ৬ প্রার্থীর মধ্যে প্রচার প্রচারণায় ভোটের মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন একতারা মার্কার প্রার্থীর গণজোয়ারে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের বর্তমানে একতারা সুর ব্যাপক গণজোয়ার।

এ বিষয়ে এমপি পদপ্রার্থী একতারা মার্কা অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এ নির্বাচনে অংশ গ্রহণ করতে আমাকে হাইকোর্টও সুপ্রিম কোর্টে দৌড় ঝাপ করতে হয়েছে।উচ্চ আদালতের রায়ের আদেশ পেয়ে নির্বাচনের মাঠে আসলাম। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আজ নির্বাচনে ব্যাপক গণজোয়ার একতারা মার্কায়।আমি বর্তমানে পিত্রিহারা হলাম।আপনাদের দোয়া আশীর্বাদে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই।