• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন / ৩৭
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পুরাতন ঈগল কাউন্টার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এস এম এমদাদুল হক, যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাংবাদিক মোঃ জিয়াউদ্দীন নায়েব, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল, সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক।

পৌর যুবদলের সদস্য সচিব আনায়ারুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ শাহাবুদ্দিন, চাঁদখালী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু, হাকিম সানা, সাত্তার মোড়ল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুর রহমান লিটন, আব্দুল কাদের, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক নেতা সোহেল আহমেদ, বুলবুল আহমেদ, মিনারুল ইসলাম, সাহাবুদ্দিন সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।