
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৯তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫” আগামী ৩০ ও ৩১ মে, ২০২৫ তারিখ রোজ শুক্রবার ও শনিবার, জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ মে, শুক্রবার বিকাল ৩টার সময় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ঘোষনা করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সম্মানিত সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী।
দুই দিন ব্যাপি এ প্রতিযোগিতা ৪টি গ্রুপে ৪২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বালক বালিকা (অনুর্ধ-১৬) ১৪টি ইভেন্টে এবং কিশোর কিশোরী (অনুর্ধ-১৮) ২৮টি ইভেন্ট। দিনব্যাপী প্রাকৃতিক দুর্যোগ থাকার কারনে মেডিকেলে মাধ্যমে বয়স নির্ধারণের কাজ এখনো চলমান আছে।
উল্লেখ্য যে, ফুটবলের আন্তর্জাতিক গেমস থাকায় মাঠের সুরক্ষার্থে প্রতিযোগিতার অনুর্ধ -১৬ গ্রুপের (বালক বালিকা) ২টি ইভেন্ট শটপুট অনুর্ধ-১৮ গ্রুপের (কিশোর কিশোরী) ০৬টি ইভেন্ট শটপুট, ডিসকাস থ্রো ও জ্যাভলিন মোট ০৮টি থ্রো ইভেন্ট পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনকারীকে ৩,০০০/- তিন হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ২,০০০/- দুই হাজার টাকা, ৩য় স্থান অর্জনকারীকে ১,০০০/- এক হাজার টাকা প্রদান করা হবে এবং প্রতিটি রেকর্ডধারী অ্যাথলেটদের জন্য ১০,০০০/- দশ হাজার টাকা করে প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :