নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৩৫ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। গত শনিবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আটক ওই পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি পুলিশের কনস্টেবল পদে ঢাকা জেলা কোর্টে কর্মরত ছিলেন। এরপূর্বে ওই পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলঙ্জায় সিএনজিতে করে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে আটক করা হয়। ইয়াবা পরিবহনে সহযোগিতার অপরাধে সিএনজিচালিত অটোরিকশাচালক শামসুল আলম (৩২) কেউ আটক করা হয়।
আপনার মতামত লিখুন :