নিজস্ব প্রতিবেদকঃ ৩১ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। এছাড়া নিয়োগ পাওয়া ৩৪ জনকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে।
বদলির আদেশে বলা হয়, বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এতে আরও বলা হয়, ৩১ সাব-রেজিস্ট্রারকে আগামী ২৩ আগস্ট তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ করা হলো।
এছাড়া ৩৪ জন সাব-রেজিস্ট্রারকে পদায়ন করার আদেশে বলা হয়, আগামী ২৩ আগস্ট তাদের পদায়ন হওয়া কর্মস্থলে যোগ দিতে বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ করা হলো। দুই আদেশের কপি নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :