• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

২৩ নভেম্বর থেকে খুলনাতে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন / ৪৪
২৩ নভেম্বর থেকে খুলনাতে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলা

এম রোমানিয়া, খুলনাঃ দেশব্যাপী ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবং তরুন সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে আগামী ২৩ নভেম্বর খুলনাতে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ বিভাগীয় খেলা।

তার উপর ভিত্তি করে (শনিবার) ১৬ নভেম্বর ২০২৪ তারিখে দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ভেন্যু পরিদর্শন শেষে এই তথ্য জানান।

এ সময় তিনি বলেন সারাদেশে বিএনপি’র ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দু’টি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।