মোস্তাইন বীন ইদ্রিস চঞ্চল/ তৈয়ব আলী পর্বত,খুলনাঃ বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা বিভাগীয় গণঅবস্থান আজ (১১ জানুয়ারি) বুধবার। বেলা ১১টা থেকে কে ডি ঘোষ রোডে এ কর্মসুচি পালন করবে দলটি। খুলনায় বিভাগীয় গণঅবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডসহ সাবেক সংসদ সদস্যবৃন্দ ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :