রনি ইসলাম, ভোলাঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দৌলতখাঁন ও বোরহানউদ্দিনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে বস্ত্র বিতরন ও মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে বোরহানউদ্দিন পৌরসভার উপজেলা কেন্দ্রীয় পূজা মন্ডপে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, বোরহানউদ্দিন ও দৌলতখাঁনে হিন্দু ধর্মের লোকজন নির্ভয়ে পূজা উদযাপন করতে পারবে। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবো। দেশের সকল ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। পূজা উদযাপনে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সে জন্য আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিএনপির পক্ষ থেকে পূজার সার্বিক নিরাপত্তায় প্রশাসন কে সহযোগিতায় নিয়োজিত আছে। এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রস্তুত আছি। আমরা সবসময় চেষ্টা করি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে। বিগত ১৬ বছর আমাকে আওয়ামীলীগ আপনাদের সামনে এসে কথা বলতে দেয়নি তারপরো আমার আপনাদের জন্য সহযোগিতা অব্যাহত ছিলো। পূজার এই সময়ে আমরা বিশেষভাবে সজাগ থাকবো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি প্রতিটি পূজা মন্ডপে বিএনপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মণ্ডপগুলোতে পূজা উদযাপনের প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ ইব্রাহিম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে কষ্টার্জিত দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা কে বিনষ্ট করতে আওয়ামী প্রেতাত্মারা সক্রিয় ভূমিকা পালন করছে কিন্তু সকলের সহযোগিতায় আমরা সকল ষড়যন্ত্র কে রুখে দিবো।
হাফিজ ইব্রাহিমের এই উদ্যোগকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোরহানউদ্দিন শাখার সভাপতি লিটন রক্ষিত, সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া,জনাব ফখরুল ইসলাম মিঠু যুগ্ন আহবায়ক বোরহানউদ্দিন থানা যুবদল,ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা আকবর হাওলাদার, পৌর বিএনপির সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, দৈনিক খবরপত্রর স্টাফ রিপোর্টার কাজী ইকবাল,পৌর যুবদল সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা ছাত্রদল সহসভাপতি মোস্তাফিজুর রহমান শাওন, পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার সহ উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :