• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক আটক


প্রকাশের সময় : জুন ২৬, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন / ২০৯
হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলার ভিডিও টিকটকে আপলোড করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।রোববার সন্ধ্যায় সিআইডির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সেতুর রেলিংয়ের দুটি নাট হাত দিয়েই খুলে ফেলেন ওই যুবক। খোলা নাট হাত নিয়ে তিনি বলেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের…পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।

এ সময় পাশে থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।