
খুলনা অফিসঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রোববার এ উপলক্ষে কলেজ চত্ত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহিদা খাতুন। হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক এসএম সোহেল ইসহাকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আবু খয়ের বিশ্বাস, মোঃ আসিফ ইকবাল, আফরোজা আক্তার জাহান, ফাতেমা বেগম, প্রভাষক মোঃ শামীম শেখ, শেখ সিরাজুল ইসলাম, তুহিন গাইন, ছাত্রনেতা আতিকুর রহমান সাব্বির, এলিন হোসেন অন্তরসহ প্রমুখ। এদিকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আব্দুর রব ও গীতা থেকে পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সমরেশ চন্দ্র বিশ্বাস। দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক আব্দুর রউফ।
আপনার মতামত লিখুন :