মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ স্বৈরাচারের পুনরাবৃত্তি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। ১৯৭১ সালের স্বাধীনতা আমাদের মানচিত্র ও পতাকা দিয়েছিল কিন্তু স্বাধীনতার স্বাদ দিতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের মধ্যে দিয়ে আমরা এবার পূনাঙ্গ স্বাধীনতার স্বাদ পাবো। সাংবাদিকদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন। খুলনার পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদের সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, স্বৈরাচারী হাসিনা দেশ টাকে দেওলিয়া করে দিয়ে গেছেন। ভারতকে দিতে দিতে আর আমাদের কিছুই অবশিষ্ট নেই। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ে তুলতে হবে।
এ ছাড়াও তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনুরোধ জানিয়ে বলেন-দেশ এক মারাত্মক ক্রান্তিলগ্ন থেকে মুক্তি পেয়ে নতুন দিগন্ত উন্মোচনের দিকে হাটছে। এখন সাংবাদিকদের উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, যাতে আর কোন অপশক্তি মাথা তুলে দাড়াতে না পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একক ভাবে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আজাদ আরো বলেন-নির্বাচন নিয়ে আমাদের কোন ব্যস্ততা নেই। আমরা চাই অন্তবর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে থাকা দেশটাকে আগে পূনঃ গঠন করুক তারপর নির্বাচন। পাশাপাশি তিনি অবহেলিত কয়রা-পাইকগাছায় স্থায়ী টেকসই বেড়িবাঁধ, রাস্তাঘাট সংস্কার,ছাত্র ও যুব সমাজকে নৈতিক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে মান সম্মত জাতি গঠনের আহবান জানান।
মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম সারোয়ার, জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, অধ্যাপক আব্দুল মোমিন সানা, এডঃ আব্দুল মজিদ, মোঃ আলতাফ হোসেন, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল কুদ্দুস, ডাঃ আসাদুল হক, এডঃ রুহুল আমিন, মিজানুর রহমান, মোরতাজা জামান রুলু, মোঃ সোহেল আহমেদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন, আমিনুল ইসলাম কাজল, আব্দুল গনি, সিরাজুল ইসলামসহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।