এম রোমানিয়া, খুলনাঃ স্বনামধন্য গোপালবিড়ি ফ্যাক্টরীতে কর্মরত শ্রমিক নামে স্থানীয় সন্ত্রাসী যুবলীগ পরিচয়ে ফিরোজ শেখের নেতৃত্বে ১০ থেকে ১২ জন শ্রমিক বিভিন্ন ভাবে কোম্পানীর নামে বদনাম ও কর্মরত সাধারণ শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এই ফ্যাক্টরীতে কয়েক হাজার হিন্দু-মুসলিম নারী, পুরুষ শ্রমিক কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে।
হিন্দু সম্প্রদায়ের মালিকের শিল্প প্রতিষ্ঠান হওয়ায় সংখ্যালঘুতার সুযোগ নিয়ে ফিরোজ শেখের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী কর্মরত মহিলা শ্রমিকদের নানা ধরনের কু-প্রস্তাব দিয়ে আসেছে। এক পর্যায়ে উক্ত ভুক্তভোগী নারী শ্রমিকরা মালিক কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে অবহিত করেন।পরবর্তীতে কর্তৃপক্ষ ৭নং আমিরপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান খায়রুল ইসলাম খান (জনি) কে বিষয়টি জানায় এবং স্থানীয় থানা পুলিশ এবং বটিয়াঘাটা সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জকেও জানায়।
প্রশাসনকে জানানোর পরেও সন্ত্রাসীদের অত্যাচার থামেনি। ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি তৌহিদুল ইসলামকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এতে সে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয় তারি ধারাবাহিকতায় স্থানীয় সন্ত্রাসীদের হাত থেকে খুলনা গোপাল বিড়ি ফ্যাক্টরি শিল্প প্রতিষ্ঠান রক্ষায় সোমবার বেলা ১২:০০ টায় খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিক সম্মেলন শেষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গোপাল বিড়ি ফ্যাক্টরির কর্মচারী কর্মকর্তা বৃন্দ একত্রিত হয়ে মানববন্ধন করেন।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন গোপাল ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীবৃন্দ মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :