• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

স্টুডেন্ট ভিসায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ


প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২১, ১:৩৮ অপরাহ্ন / ১১০
স্টুডেন্ট ভিসায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ

ঢাকা : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান। তিনি বলেন. ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন।বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভারতের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আমাদের দেশে যাতায়ত করতে পারতেছে। কিন্ত তারা হঠাৎ করে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীদের সামনে পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন। ভারত থেকে যেসব শিক্ষার্থী বাংলাদেশে প্রবেশ করছে তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। এছাড়া যেকোনো ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াতে বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা দেয়নি।