• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

সেনাবাহিনীকে তথ্য দেওয়ার সন্দেহে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গণমাধ্যমকর্মীর ওপর হামলা


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ৭:১১ অপরাহ্ন / ১৯
সেনাবাহিনীকে তথ্য দেওয়ার সন্দেহে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গণমাধ্যমকর্মীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের পাশে হামলার ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। আহত গণমাধ্যমকর্মী রকিবুল ইসলাম আফ্রিদি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও বর্নি ইউনিয়নের বাসিন্দা।

আহত গণমাধ্যমকর্মীর মা কুমকুম বেগম বলেন, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহার নামীয় কিছু আসামি টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের বাসিন্দা। আসামিদের ধরতে সেনাবাহিনী বর্নি গ্রামে দুইবার অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। প্রায় এক সপ্তাহ আগে সেনাবাহিনী অভিযান চালিয়ে বর্নি গ্রামের মন্টু মুন্সী, ইয়াকুব মুন্সী ও জিকরুল মুন্সী নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করে। গতকাল সোমবার তারা জামিনে মুক্তি পায়। আর তাদের ধরিয়ে দেওয়ার সন্দেহে আমার ছেলে গণমাধ্যমকর্মী রকিবুলকে মারধর করে আহত করে। আমরা এলাকার এ সন্ত্রাসীদের বিচার চাই।

আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি বলেন, সংবাদ সংগ্রহ শেষে সোমবার রাত ৮ টার দিকে বাড়ি ফেরার পথে বর্নি ইউনিয়ন পরিষদের পাশে মন্টু মুন্সী ও জিকরুল মুন্সীর নেতৃত্বে ৪০—৫০ জন আমার ওপর হামলা করে। সেনাবাহিনীকে তথ্য দিয়ে তাদের ধরিয়ে দেওয়ার সন্দেহে গতকাল জামিনে বের হয়েই রাতে আমার ওপর হামলা করে তারা। একপর্যায়ে ৯৯৯ ও উপজেলার অন্যান্য সাংবাদিকদের জানালে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে মন্টু ও জিকরুলের সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতেও হামলা করে। এর আগেও তারা আমাকে হুমকি দিয়েছিলো। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটা সাধারণ ডায়েরিও করেছিলাম। আমি প্রশাসন ও সরকারের কাছে এ ঘটনার বিচার চাই।

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ বলেন, গণমাধ্যমকর্মী রকিবুল ইসলাম আফ্রিদির ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জিকরুল মুন্সির ব্যক্তিগত মুঠোফোন ০১৭৬৮২৩৭২৬৮ বার বার ফোন দিলেও ফোন বন্ধ পাওয়া গেছে। তাই অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।