মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পরে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্ত্যব রাখেন,
অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার
অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক নাজমুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী রাকিবুল ইসলাম,সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, মৎসবীজীবীলীগে আহ্বায়ক রুহুল আমিন খান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ।