মধ্যনগর প্রতিনিধিঃ মাদকদ্রব্যের অপব্যাবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগরে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদক বিরোধী কর্মশালার আয়োজন করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী পরিচালক মো, সাজেদুল হাসানের সভাপতিত্বে ও
মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্ত্রীর পরিচায়নায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, নাহিদ হাসান খান।
বক্তব্য রাখে, মধ্যনগর কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,বীরমুক্তি যোদ্ধা আব্দুর জব্বার, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু,মধ্যনগর থানার এসআই শামীম আহমেদ,প্রেসক্লাবের সভাপতি কুতুব উদ্দিন তালুকদার,মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :