• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের দুই ব্যাবসায়ীকে জরিমানা


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন / ১৭
সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের দুই ব্যাবসায়ীকে জরিমানা

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যাবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৪ ডিসেম্বর বুধবার বিকালে মধ্যনগর উপজেলা সদরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

তিনি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যাবসায়ীদেরকে সতর্ক করেন। এবং নিষিদ্ধ পলিথিনের ব্যাগ ব্যবহার করার জন্যে, চাল ব্যাবসায়ী সমর রায়কে এক হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্যে মিষ্টি ব্যাবসায়ী বিপ্লব তালুকদারকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আসাদুল ইসলাম সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)উজ্জ্বল রায় বলেন, খাবারের গুণগত মান বজায় রাখা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।