নিজস্ব প্রতিবেদক, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বাজারে অভিযান চালিয়ে এক টি বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান খান ।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত করায় বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর মালিক মো, আলামিন মিয়া কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মধ্যনগর উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মো. নাহিদ হাসান খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।