কুতুবউদ্দিন তালুকদার,মধ্যনগর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর বি পি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। আনন্দ উৎসব মুখরিত পরিবেশের মধ্যে দিয়ে ৮ জানুয়ারি রবিবার বিদ্যালয়ের ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়, দেখা গেছে সকাল থেকে ভোটারদের উপস্থিতির হার ছিল সিংহ ভাগ। নির্বাচনকে ঘিরে এলাকার নেতৃবৃন্দ সহ সকল শ্রেনীর মানুষের ছিল ব্যাপক উপস্থিতি। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ৭ জন প্রার্থী,এর মধ্যে স্কুল শাখায় ৩ জন মোঃ মাহবুব আলম মন্জু, মোঃ কামাল হোসেন, শম্ভু রায়,কলেজ শাখায় ৪ জন এর মধ্যে মোঃ জামাল মিয়া, ফনি তালুকদার, মোঃ আবুল কাসেম, মোঃ তাহের মিয়া,স্কুল শাখায় ১১৭৭ ও কলেজ শাখায় ৪৯৭ মোট ভোট ১৬৭৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে স্কুল শাখায় ৮৪৮ ভোট কলেজ শাখায় ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটবর্তী প্রার্থী মাহবুব আলম মন্জু ২৬৬ পেয়ে পরাজিত হয়েছে। কলেজ শাখায় ফনি তালুকদার ১৬০ ভোট পেয়ে ও আবুল কাসেম ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, স্কুল শাখার কামাল হোসেন ৪৭৯ ভোট ও শম্ভু রায় ৫৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এবং নিকটবর্তী প্রার্থী জামাল মিয়া ৫১ ভোট ও তাহের মিয়া ৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
আপনার মতামত লিখুন :