
এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাপাউবোর মনিটরিং কমিটির সভায় কাজের অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩ অনুযায়ী, ৩৪টি প্রকল্পের পিআইসি কমিটির সকল সভাপতি’র উপস্থিতিতে, ২০২৪-২০২৫ অর্থবছরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বাপাউবোর ডুবন্ত বাঁধের ভাঙ্গণ বন্ধকরণ ও মেরামত কাজের অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবিটা স্কীম প্রণয়ন বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে, আলোচনা সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি উপস্থাপন করেন উপ সহকারী প্রকৌশলী কর্মকর্তা কাবিটা স্কীম প্রণয়ন বাস্তবায়ন ও পানি উন্নয়ন বাপাউবো মনিটরিং কমিটির সদস্য সচিব মোঃ নুরে আলম নাহিদ,এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, উপজেলা কৃষকদল আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন আশিক, মধ্যনগর থানার এসআই আসাদুল হক,প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান প্রমুখ।
হাওর রক্ষা বাঁধের মেরামতের গত ২০২৪ এর ১৫ ডিসেম্বর শুরু করা হয়েছে এবং চলমান ২০২৫ এর ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। এতে ৩৪ টি প্রকল্পের মোট বরাদ্দকৃত ৭ কোটি ২৮০ লক্ষ ৩২ হাজার টাকা ব্যায় করার সিদ্ধান্ত রয়েছে । এরিমধ্য কোনো কোনো প্রকল্প ৫৭ থেকে শুরু করে ৮২ ভাগ মাটির কাজ করা হয়েছে বলে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার ও মনিটরিং কমিটির সভাপতি উজ্জ্বল রায় বলেন, হাওর রক্ষা বাঁধের যে সকল পিআইসির কাজ এখনো অনেক পিছিয়ে আছে,তারা দ্রুত কাজের অগ্রগতি এগিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শত ভাগ কাজ শেষ করতে হবে । এবং কোনরকম কাজের গাফিলতি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণ মতো কাজের টাকা পরিশোধ করা হবে।
আপনার মতামত লিখুন :