সুনামগঞ্জের,মধ্যনগরঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওররের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের শালদীঘা হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন তিনি। এসময় যথা সময়ে বাঁধ নির্মান শেষ করার কটোর নির্দেশনা দিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন। পাউবো নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,জেলা কৃষি উপ-পরিচালক বিমল চন্দ্র সোম,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আল পান্না,দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ,চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু,সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।