• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে দাড়ি ছিড়ার ঘটনায় বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন / ২২
সুনামগঞ্জের মধ্যনগরে দাড়ি ছিড়ার ঘটনায় বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে নবীর সুন্নত অবমাননাকারী প্রতিবাদে দাড়ি ছিঁড়ার ঘটনার বিচারের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য উজ্জ্বল মিয়ার নেতৃত্বে দলবদ্ধভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে, জলুষা গ্রামের মোঃ তৈয়ব আলী (৬৫) কে দাড়ি ছিঁড়ার অভিযোগ উঠেছে। একই গ্রামের ইউপি সদস্য উজ্জ্বল মিয়ার এই নেক্কার জনক ঘটনার সুবিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। জানা যায় গ্রামের অটো চালক হোসেন মিয়াকে মেম্বার উজ্জ্বল মিয়ার বাবা মোঃ ছমেদ মিয়া স্থানীয় জনতা বাজারে নিয়ে যেতে বলেন,অটো চালক হোসেন মিয়া বলেন আমার অটোর ব্যাটারীর চার্চ নেই আমি যেতে পারবো না। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়, পরবর্তীতে বিষয়টি মীমাংসা জন্যে বসলে আবারো গণ্ডগোল বাধেঁ মিমাংসাটি পন্ড হয়ে যায়। এসময় ছমেদ মিয়ার ছেলে উজ্জ্বল মেম্বার ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে অটো চালক হোসেন মিয়ার বাবা তৈয়ব আলীকে বেধরক মারধর সহ নবীর সুন্নত দাড়ি ধরে টানা হেছড়া করেছে। এবং গুরুতর আহত করেছে।পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় অসুস্থ তৈয়ব আলীকে প্বার্শবর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।এব্যাপারে রাতেই থানায় মামলা নেওয়া হয়েছে এবং আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান মধ্যনগর থানার ওসি মো.সজিব রহমান।

মঙ্গলবার বিকেলে চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের স্থানীয় কয়েক’শ লোকের উপস্থিতিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।