
নিজস্ব প্রতিবেদক,মধ্যনগর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে রবিবার সকাল ১০টার দিকে দারুল উলুম হাফিজিয়া তহুরুন্নেছা কওমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও দুগনই গ্রামের বাসিন্দা আলহাজ্ব জহিরুল হক। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার, মাওলানা আবদুস সালাম, মধ্যনগর বাজার বড় মসজিদের ইমাম আবুল হাসান, সাবেক ইউপি সদস্য আবদুল মোতালিব, দুগনই গ্রামের বাসিন্দা ওয়ারেছ উদ্দিন, আইয়ূব আলী, সিরাজ মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :