• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন / ২৩
সুনামগঞ্জের মধ্যনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বি পি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হল রুমে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক সমীরণ তালুকদার ও সহকারী শিক্ষক তিতাস মাহমুদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিশেষে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ মেলায় অংশগ্রহণ করেন, চামরদানী উচ্চ বিদ্যালয়,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়,মহিষখলা উচ্চ বিদ্যালয়,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বি পি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর আলম ফারুক,প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম জিলানী,একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন চন্দ্র তালুকদার প্রমুখ।