• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন / ২৩
সুনামগঞ্জের মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

এম এ মান্নান, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে প্রথমবারের মত ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যেগে মধ্যনগর উপজেলার অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন ও র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় মধ্যনগর উপজেলা সমবায় অফিসার সামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর সমাজ সেবা কর্মকর্তা মো.তৌফিক মিয়া, গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল কাদির, মঙ্গলদ্বীপ ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর সভাপতি ইউস দাজেল প্রমুখ।

এ সময় মধ্যনগর উপজেলায় প্রথমবারের মত সমবায় দিবস উদযাপনের আয়োজন করায়।

সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান উপজেলা সমবায় অফিসার সামসুল ইসলামের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি মধ্যনগর উপজেলাধীন ১০২টি সমবায় সমিতির কার্যক্রমকে গতিশীল করার জন্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।