• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে খেলাফত মজলিশের অফিস উদ্বোধন


প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন / ৩২
সুনামগঞ্জের মধ্যনগরে খেলাফত মজলিশের অফিস উদ্বোধন

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা খেলাফত মজলিশের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে।

বৃ্হস্পতিবার (১৫মে) আসরের নামাজ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আব্দুল আওয়ালের ভবনে একটি কক্ষে খেলাফত মজলিশের এ দলীয় অফিসটির উদ্বোধন করা হয়েছে। দলীয় এ অফিস উদ্বোধনের সময় দলটির ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মধ্যনগর উপজেলা যুব মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা খেলাফত মজলিশের আমির মো.আমিনুল ইসলাম, মধ্যনগর উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাও.আব্দুল হালিম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিশের সভাপতি মো.মিজানুর রহমান, মধ্যনগর উপজেলা খেলাফত যুব মজলিশের সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল আহাদ, মো.নুরুজ্জামান প্রমুখ।

বক্তব্য শেষে মধ্যনগর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান আখঞ্জি দোয়া পরিচালনা করেন।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে দলটির অফিস উদ্বোধনের কার্যক্রম সমাপ্তি করা হয়।