• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে কৃষি ব্যাংকে শুভ হালখাতা চলছে ঋণগ্রহীতার মিষ্টি মুখ


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন / ১৯
সুনামগঞ্জের মধ্যনগরে কৃষি ব্যাংকে শুভ হালখাতা চলছে ঋণগ্রহীতার মিষ্টি মুখ

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা শাখা কৃষি ব্যাংক এর শুভ হালখাতা চলছে ঋণগ্রহীতার মিষ্টিমুখ। ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুভ হালখাতা শুরু হয়েছে। এবং সপ্তাহ ব্যাপী লাগাতার হালখাতার কাজ চলমান থাকবে।এলাকার ঋণ গ্রহীতা কৃষকরা ব্যাংকে এসে মিষ্টিমুখ করে, ঋণ পরিশোধ করতে দেখা গেছে। আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ আদায়ের বিশেষ কর্মসূচী আহ্বানে ঋণ গ্রহীতারা ব্যাংকে আনাগোনা দেখা গেছে। ঋণ পরিশোধ এবং আদান-প্রদানের ক্ষেত্রে, ভালো ঋণ গ্রহীতা জুনমাসের পর নির্বাচন করা হবে। এবং তাকে নিয়মিত ঋণ দেওয়ার কার্যক্রম চলমান থাকবে। এবিষয়ে ব্যাংক ব্যবস্হাপক বিশ্বজিৎ চক্রবর্তী জানান, কৃষকদেরকে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সরকার কৃষি ঋণ দেয়ে সহায়তা করেন। তাছাড়া যে কৃষক সময় মতো ঋণ পরিশোধ করবে, সেই কৃষক সময় মতো ঋণ পাওয়ার অগ্রধিকার থাকবে। ২০২৪/২০২৫ অর্থবছরে আমরা ব্যাংক কর্তৃপক্ষ মোট ঋণ বিতরণ দেওয়া হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকা, এপর্যন্ত আদায় হয়েছে ৭ কোটি ৩৯ লাখ টাকা। তবে এলাকায় এ বছর বোরোধান ভালো ফসল হওয়াতে আশা করছি জুন মাসের মধ্যে সাকল্য ঋণদাতার টাকা আদায় হয়ে যাবে।