• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন / ৬৭
সুনামগঞ্জের মধ্যনগরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মধ্যনগর ও ধর্মপাশাঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চলমান রবি মৌসুমে বোরো ধানের রোগ (ব্লাস্ট, বি এল বি) ও পোকার (মাজরা) প্রতিকার সম্পর্কে জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে। সার, বীজ ও বালাইনাশক ডিলার বিষয়ে কৃষকদের সাথে।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় দিকে মধ্যনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ধর্মপাশা কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না, কৃষি কর্মকর্তা কামরুল হাসান বিপ্লব, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি কুতুবউদ্দিন তালুকদার।

বক্তারা কৃষকদের জমিতে নানান রোগ বালাই দেখা দিয়েছে এই বিষয় গুলো তুলে দরেন। এবং এলাকায় প্রতিটি ইউনিয়ন এ কৃষি কর্মকর্তা পেরন করার দাবি জানান, কারন মধ্যনগর উপজেলা বোরো ফসলের ওপর নির্ভর। এই অঞ্চলে প্রায় পঁচিশ হাজার ও অধিক কৃষক রয়েছে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না কৃষকদের উদেশ্যে বলেন। এ অঞ্চলে বোরো ধানের জমি বেশির ভাগ জমিতে ব্লাস্টের রোগ দেখা যায়। তাই এ বিষয় পরামর্শ দেন, ব্লাস্টের লক্ষণ : আক্রান্ত পাতায় ছোট ছোট (চোখের মত) দাগ, গিট কালো হয়ে দূর্বল হয়ে যায়,শীষ শুকিয়ে চিটা হয়ে যায়।

দমন বিষয়ে বলেন, (১) জমিতে ১-২ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। ইউরিয়া( সাদা সার) সারের উপরি প্রয়োগ করা যাবে না। (২) বিঘা প্রতি ৫ কেজি এমওপি (লাল সার) প্রয়োগ করতে হবে। (৩)৫ শতাংশ জমির জন্য -৮গ্রাম ট্রুপার /নাটিভো /দিফা /ব্লাস্টিন অথবা ২০ মিলি ফিলিয়া ১০ লিটার পানির সাথে মিশিয়ে ৭ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে বলে পরামর্শ দেন।