
এম এ মান্নান, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের ভূমিখেকু মনোরঞ্জন চাকলাদারের অবৈধ উপায়ে বন্দোবস্ত পাওয়ার, জমির বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুরে গলইখালী গ্রামের সামনের সড়কে স্থানীয়রা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন,মনোরঞ্জন চাকলাদার একজন ভূমিখেকু ব্যাক্তি।গ্রামবাসীর দখলকৃত খাস জমি তাদেরকে বন্দোবস্ত পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে ঐ সেসব জায়গা তার পরিবারের একাধিক ব্যাক্তির নামে বন্দোবস্ত নিয়ে আসে।নিয়মবহির্ভূত পাওয়া এসব বন্দোবস্ত দ্রুত বাতিল করে দখলদারদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন,গলইখালী গ্রামের উত্তম সরকার,সুরঞ্জিত তালুকদার, হরেন্দ্র সরকার,আকাশ সরকার,কবি রঞ্জন সরকার প্রমুখ।
আপনার মতামত লিখুন :