
নিজস্ব প্রতিবেদক, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সালদিঘা হাওরে সরকারি জায়গা থেকে হাওর রক্ষা বাধের পাশে মাঠি উওোলন করে কিছু অসাধু উদ্দেশ্য ব্যক্তি মাটি বিক্রি করছে।
মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন এর তেলিয়াপাড়া গ্রামের সামনে সালদিঘা হাওর রক্ষা বধের পাস থেকে গাড়ির মালিক তোফাজ্জল হোসেন ও সাইফুল মিয়ার নেতৃত্বে সরকারি জায়গা থেকে মাটি উওোলন করে বিক্রয় করা হচ্ছে।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়। মধ্যনগর উপজেলার তেলিপাড়া গ্রামের সামনে সালদিঘা হাওর রক্ষা বাধের পাশ থেকে অবৈধ ভাবে মাটি নিয়ে এলাকায় বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত তোফাজ্জল হোসেন কে অনেক বার ফোন দেওয়ার পরেউ কোন ফোন রিসিভ করেননি।
এলাকার কৃষক দের সাথে কথা বলে জানা যায়, সরকারি জায়গা থেকে মাটি উওোলন করে গ্রামের লোক জনদের কাছে বিক্রিয় করছে এবং হাওর রক্ষা বাধ ঝুঁকি পূর্ণ হছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, সরকারি জায়গা থেকে অন্যতায় মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ পেয়েছি। তবে শীঘ্রই ভ্রাম্যমান আদালতে পরিচালনায় ব্যবস্তা গ্রহন করা হবে।।
আপনার মতামত লিখুন :