নিজস্ব প্রতিবেদক,মধ্যনগর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা শীর্ষ গরু চোর চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুখলেছুর রহমান স্বপন মিয়া (৪৫)কে সোমবার ভোর রাতে ডিএমপির ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা মুখলেছুর রহমান স্বপন মিয়া (৪৫) শীর্ষ গরু চোর। তার বিরুদ্ধে পাশ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা থানায় একাধিক মামলা রয়েছে। আদালত থেকে দুটি মামলায় তাকে দুুটি মামলায় দুই বছর করে মোট চার বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এতদিন তিনি পলাতক ছিলেন। সোমবার ভোর পাঁচটার দিকে তাকে ডিএমপির ঢাকার বাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :