• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগ


প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ৬:৫০ অপরাহ্ন / ৬৯
সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে মাটি উত্তোলনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ধর্মপাশা, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার অবৈধ ড্রেজার দিয়ে সুনই নদীথেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুরা গ্রামের পিচনে সুনই নদীথেকে সাবেক ইউপি সদস্য

প্রভাবশালী মো.ছামছু মিয়ার নেতৃত্বে প্রায় তিন মাস ধরে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার সুনই নদীথেকে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে সুনুই নদীথেকে মাটি ড্রেজার (খননযন্ত্র) দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছে সাবেক ইউপি সদস্য ছামছু মিয়াসহ একটি প্রভাবশালী চক্র।
এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ইউপি সদস্যসহ একদল ভূমিদস্যুরা নদী থেকে মাটি কেটে বিক্রি করছে।

এতে এলাকার ফসলি জমি বিনষ্টের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব জমিতে এখন আর চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এভাবে মাটি উত্তোলন করায় নদীতে বড় গর্ত সৃষ্টি হয়েছে। তাছাড়া ভূমিদস্যুদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. ছামছু মিয়া বলেন আপনি আমার বাসায় আপনার চায়ের দাওয়াত রইল আপনি আসেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, একটি প্রভাবশালী মহল সুনুই নদী থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে বলে অভিযোগ পেয়েছি। তবে শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।