• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকাডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ১০:৩৫ অপরাহ্ন / ১৭৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকাডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(১৪ জুন) দুপুরে দিকে দোহালিয়া ইউনিয়নের গোস্তেগানী হাওড় থেকে লাশটি উদ্ধার করা হয় আব্দুল হাসিমের । আব্দুল হাসিম (৫৫) বাড়ি উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়,উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোস্তেগানী হাওড় মাছ ধরার সময় গত সোমবার বিকালে ঝড়ো হাওয়ায় ডুবে যায় মাছ ধরার একটি নৌকা। ওই দিন অনেক খোঁজা খুঁজি করার পরও তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে গোস্তেগানী হাওড়ে নিখোঁজ আব্দুল হাসিম লাশ ভাসতে দেখেন এলাকাবাসী।

জানতে চাইলে দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর জানান ডুবে যাওয়া নৌকা এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।