নিজস্ব প্রতিবেদক,দোয়ারাবাজার,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগ প্রাপ্ত ৪০ জন সহকারি শিক্ষককে সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার উপজেলা শিক্ষক সমিতি আনুষ্ঠানিক ভাবে তাদের বরণ করে নেন।
এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহীদ এবং সমাজ কল্যান সম্পাদক মো:আবুল কাসেমের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভা হয়। এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর আল আশরাফী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা শিক্ষ অফিসার পঞ্চানন কুমার সানা,উপজেলা সহকারী শিক্ষা
অফিস দীন মোহাম্মদ,অনূকূল চন্দ্র দাস,অগ্রনীব্যংকের ম্যানেজার জিল্লুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক মো:দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক পজনাব জোতির্ময় রায়, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি এ,কে এম মুহিবুর রহমান,সিনিয়র যুগ্ম সম্পাদক মো:ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি বেগম সালেহা মাহমুদ প্রমু প্রমূখ।