নিজস্ব প্রতিবেদক,পাবনাঃ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনার সুজানগরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার,বর্তমান সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন আদায়সহ ১০ দফা দাবি বাস্তবায়নে শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়। সুজানগরে এই পদযাত্রা কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ। পদযাত্রা কর্মসূচিতে এ সময় সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর খাঁ, সাবেক দপ্তর সম্পাদক খাজা মহিতুর মাষ্টার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, বিএনপি নেতা রুহুল আমিন খান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক পৌর আহ্বায়ক সিদ্দিকুর রহমান, রবিউল আওয়াল টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আলম মন্ডল, এন এ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন,যুবদল নেতা মানিক খান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন :