এস এম মজনু, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে পৃথক অভিযানে ৪৯৮ বোতল ফেন্সিডিল ও ১২০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় অভিযান চালিয়ে ৪৯৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। অপরদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডায় শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইন সহ এক মহিলা মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো নরসিংদী জেলার মাধবদী থানার মিজানুর রহমানের ছেলে ইউসুফ মিয়া (৩০), রাজশাহী জেলার বাঘা থানার লালন বাদশা এর ছেলে মোস্তাকিম (১৯) এবং দিনাজপুর জেলার হাকিমপুর থানার হাবিবরের স্ত্রী মোছাঃ মালা খাতুন (৫৪)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।
আপনার মতামত লিখুন :