
নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলংগা থানার, ৮ নং সলংগা ইউনিয়নের চৌবিলা কাচারি পাড়া গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের মেয়ে। মোছা:লিমা খাতুনের জামা কাপড়ে আগুন ধরে শরীরের ৫০% অংশ পুড়ে যায়। তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলোনা। এমন খবর সিরাজগঞ্জের সেচ্ছাসেবী কন্যা তোহা ইসলাম জানার পরে সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে।
ফেসবুকে লিমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে একটি পোষ্ট দেন সেই পোষ্ট টি ভাইরাল হলে ফেসবুক ব্ন্ধুদের অর্থায়নে ২০ হাজার টাকা কালেকশন হয় সেই টাকা শুকবার ১৭ই ফেব্রুয়ারী তার বাবা খলিলুর রহমানের হাতে তুলে দেন এবং লিমাকে চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠান এসময় আরো উপস্থিত ছিলেন তোহার টিম মেম্বার মোস্তাফিজুর রহমান,মোঃ সানোয়ার হোসেন এবং অত্রএলাকার জনসাধারণ।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারী বুধবার রান্না করার সময় লিমা খাতুনের পরনের জামা কাপরে আগুন ধরে এবং এবং শরিরের ৫০%অংশ পুড়ে যায়।
আপনার মতামত লিখুন :