
মিশারুল ইসলাম মনির, খুলনাঃ খুলনার ২৮ নং ওয়ার্ডকে মাদক, জলাবদ্ধতা মুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান আজম খান। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম খান, তিনি এবার কাউন্সিলর নির্বাচন করবে বলে জানান। তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছেন। তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছি। ২৮ নং ওয়ার্ডবাসী আমাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়। জানা গেছে, নগরীর ২৮ নং ওয়ার্ডটির উত্তরে খান জাহান আলী রোড, দক্ষিণে মতিয়াখালি খাল, পূর্বে টুটপাড়া মেইন রোড এবং পশ্চিমে মিয়াপাড়া মেইন রোড রয়েছে। এ ওয়ার্ডের জনসংখ্যা ৩০ হাজারের ওপরে এবং ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজার। তিনি এবার নির্বাচন করবে বলে এই প্রতিবেদককে জানায়। এলাকায় এখনো ভাসমান মাদক রয়েছে। সে গুলোকে প্রতিহত করার চেষ্টা করছি। আমি নির্বাচিত হলে ড্রেনেজ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও মাদক দূর করার উপর গুরুত্ব আরোপ করবো। সর্বপরি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে মনোনিবেশ করবো। করোনার সময় প্রধানমন্ত্রী, আমাদের মেয়র, এমপি সেখ জুয়েল বিভিন্নভাবে এই ওয়ার্ডের মানুষের জন্য সহায়তায় এগিয়ে এসেছিলেন। আমরা এলাকার ঘরে ঘরে সেইসব সহায়তা পৌঁছে দিয়েছি। যার ফলে এলাকার জনগণ শতভাগ উপকৃত হয়েছে। তিনি আরও বলেন শেখ পরিবারের মানুষেরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ান ও খোজ খবর নেন। তিনি বলেন, ২০২৪ সালে আবারও জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হবে। ২০২৩ সালে মেয়র নির্বাচনে তালুকদার আব্দুল খালেককে মেয়র নির্বাচিত করে খুলনার উন্নয়নের কারিগর হিসেবে গড়ে তুলতে হবে এবং আমাকে ২৮ নং ওয়ার্ডে ভোট দিয়ে এলাকার মানুষের সেবার সুযোগ দিন।
আপনার মতামত লিখুন :