ঢাকা : ঢাকার সাভারে মহাসড়কের পাশে মানবদেহ থেকে বিচ্ছিন্ন করা একটি ‘পা’ উদ্ধার করেছে পুলিশ। এটি কোনো পুরুষের ‘পা’ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ‘পা’টি পলিথিনে ভরে ফেলে রাখা হয়েছিলো।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের পাশ থেকে ‘পা’ টি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি ‘পা’ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে জানায় স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ‘পা’টি উদ্ধার করা হয়। এ সময় কিছু পায়ের হাড়ের অংশও পাওয়া যায়। আমরা সে গুলো উদ্ধার করে থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ‘পা’টি একজন পুরুষের বলে মনে হচ্ছে। তবে কার সেটি এখনো জানা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :