
এম রাসেল সরকারঃ ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের বহিষ্কার চেয়ে ঝাড়ু মিছিল করে নিজেই সদস্যপদ হারিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলাম।
বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা বিবৃতিতে নায়লার বহিষ্কারের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য নায়লা বেগমকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।
গত মঙ্গলবার সালাহউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নায়লা ইসলামের অনুসারীরা।
এর আগে ডেমরায় আয়োজিত এক অনুষ্ঠানে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও নায়লাকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলার হুমকি দেন সালাহউদ্দিন আহমেদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখে নায়লার অনুসারীরা সালাহউদ্দিনে বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে এবং দল থেকে তাকে বহিষ্কারের দাবি জানায়।
নায়লা আক্তার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি সালাহউদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরণ করেছেন। তার কথা না শুনলে এবং সময় মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি।
এছাড়া ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ড. নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন হুমকি দিয়েছেন। শ্যামপুর-কদমতলা এবং ডেমরা-যাত্রাবাড়ীর প্রতিটি কলেজ-স্কুল কমিটির কাছে টাকা দাবি করছেন সালাহউদ্দিন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
আপনার মতামত লিখুন :