মনিরুজ্জামান অপূর্ব : আজ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য,সাবেক স্বরাষ্ট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী,ঢাকা-১৮ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি'র প্রথম মৃত্যুবার্ষিকী।এ উপলক্ষে বিকাল ০৫ ঘটিকায় বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি লীগ BITL কেন্দ্রীয় কমিটির উদ্যোগে থেকে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। জোটের কার্যকারী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম জোটের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম,আওয়ামী লীগ নেতা এম এ করিম, জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা,জোট নেএী শাহানা চৌধুরী, জোট নেতা লায়ন ডঃ মিজানুর রহমান উপস্হিত ছিলেন ।শ্রদ্ধা নিবেদন শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়।