• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের বরণ করে নিতে প্রস্তুত বিআরটিসির ছাদখোলা বাস


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন / ১৬
সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের বরণ করে নিতে প্রস্তুত বিআরটিসির ছাদখোলা বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমান বন্দরে নিয়ে আসা হয়। দুই বছরের মাথায় আরও একবার বিজয়ের গল্প লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন সাবিনা, ঋতৃপর্ণা, তহুরারা। দেশকে আরও একবার ফুটবলের উচ্ছ্বাসে ভাসানোয় নারী ফুটবলার বরণ করে নিতে চলছে আয়োজন। ইতোমধ্যে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়ে গেছে ছাদখোলা বাস।

২০২২ সালে একই ভেন্যুতে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেন বাংলাদেশের মেয়েরা। সেবারও ছাদখোলা বাসে নারী দলকে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয়। যদিও এমন প্রস্তুতি ছিল না বাফুফের। ছাদখোলা বাস নিয়ে মিডফিল্ডার সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্টের পর প্রস্তুত করা হয় বাসটি। এবারও নারী দলের ফুটবলাররা বিষয়টি মনে করিয়ে করিয়েছিলেন।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। পৌনে একটার দিকে ফুল দিয়ে সাজানো শুরু হয় বাসটি। বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে এসেছেন শিরোপাজয়ীদের বরণ করে নিতে।

আগেরবার সাবিনাদের বরণ করে নিতে বিমানবন্দরে অনেক ফুটবলভক্ত হাজির হয়েছিলেন, এবার সংখ্যাটা কম। বাংলাদেশ দলকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে। সেখানে থাকবেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে নারী দলকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন।

এবারের সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গেলেও বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। যদিও দ্বিতীয় ম্যাচেই ছন্দ খুঁজে নেন পিটার বাটলারের শিষ্যরা, ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ।

সেমিতে ভুটানের জালে গোল উৎসব করে বাংলাদেশ, ম্যাচ জেতে ৭-১ গোলের বড় ব্যবধানে। তহুরা করেন হ্যাটট্রিক, অধিনায়ক সাবিনার পা থেকে আসে জোড়া গোল। একটি করে গোল করেন ঋতুপর্ণা ও শিউলি আজম। ফাইনালেও জারি থাকে বাংলাদেশের দাপট। নিশ্বাস দূরত্বে গেলেও নেপালকে হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসবে মাতে বাটলারের শিষ্যরা।