• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সেলিমা আহমাদ


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ন / ৫৭
সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সেলিমা আহমাদ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লার মেঘনা উপজেলায় সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ। শনিবার মেঘনা উপজেলার রাধানগর, মানিকারচর ও চন্দনপুর ইউনিয়নে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন৷

কুমিল্লার হোমনা-মেঘনা নির্বাচনী আসনের জনপ্রিয় ব্যক্তিত্ব সেলিমা আহমাদকে কাছে পেয়ে এলাকার জনগণ খুবই আবেগ আপ্লূত হয়ে পড়েন। সেলিমা আহমাদ হোমনা- মেঘনা উপজেলার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্তিত ছিলেন রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন শিকদার, মেঘনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন, মানিকারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাতেন, চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান এবাদুল্লাহ, মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন খন্দকার।