• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন / ২৪
সাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ ভূমিদস্যু ওহাব আলী কর্তৃক হামলা ও তার দোসর হাফিজ কর্তৃক ভূমিহীনদের নামে মিথ্যা সংবাদের প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে
সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ভূমিহীনদের ওপর হামলা ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের সুনামধন্য বারবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নামে মিথ্যা সংবাদ প্রচার এবং সম্পদ দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

স্থানীয় ভূমিহীন নেতা সেকেন্দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর মধ্যে ভূমিহীন নেত্রী শহীদ জায়দা খাতুনের পুত্র মোঃ আলমগীর হোসেন আলম, জাকির হোসেন্, আশরাফ, সেকেন্দার পাড়, আব্দুল হালিম, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম বুল্যা, শফিকুল ইসলাম, আব্দুস সবুর গাজীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, শহীদ জায়েদা নগরের সাবেক সভাপতি ওয়াব আলি সরদার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীনদের সম্পদ নিজের নামে করেছেন। ফুটবল মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন সম্পত্তি দখল করে আসছে। তারা বিভিন্ন সময় প্রতিবাদ করায় হামলা-মামলার স্বীকার হয়েছেন। বর্তমানে ওহাবের দোসর হয়ে ভুমিহীনদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করছে হাফিজুর নামে এক ব্যাক্তি। বর্তমানে স্বাধীন রাষ্ট্র দেশের ভিত্তরে ঘাপটি মেরে থাকার এসব দুস্কৃতিকারীদের জন্য গরীব মানুষ আজ নির্জাতিত। দীর্ঘদিন যাবৎ একটি চক্র ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার দরিদ্র মানুষকে নির্যাতন করে আসছে। অবিলম্বে তাদের সম্পত্তি ফিরিয়ে না দিলে ও হামলার সুষ্ঠু বিচার না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।

মানববন্ধন শেষে শতাধিক ভূমিহীন অসহায় মানুষ সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।